About SLTCPSC

Discover our legacy, values, and what makes us unique

At a Glance

শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিদ্যালয় সম্পর্কিত তথ্য
মূলমন্ত্র : জ্ঞানই শক্তি / Knowledge is Power
লক্ষ্য : শিক্ষার্থীদের 'ভালো মানুষ গড়া’।
লক্ষ্য অর্জনের উপাদান : জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতা

উদ্দেশ্য : শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। মূলনীতি : প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য পাঁচটি মূলনীতির উপর পরিচালিত-
(১) উপযোগী পরিবেশে জাতীয় শিক্ষা বোর্ড প্রণীত সিলেবাস অনুযায়ী সকল স্তরের শিক্ষাদান।
(২) শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চিন্তা-ভাবনা ও ধ্যান ধারণার অবাধ যোগাযোগ গড়ে তোলা।
(৩) পাঠ সহায়ক ও পাঠ্যক্রম বহির্ভূত সমন্বিত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকসুষম বিকাশে সাহায়তা করা।
(৪) শিক্ষার্থীরা যেন যোগ্য নাগরিক হিসেবে ভবিষ্যতে সকল ক্ষেত্রে মূল্যবান অবদান রাখতে পারে এবং জাতিকে গতিশীল নেতৃত্ব প্রদান করতে পারে সে জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ।
(৫) নৈতিক, সামাজিক, শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে প্রতিটি শিক্ষার্থীর জন্য সুষম সুযোগ সৃষ্টি করা। শিক্ষাদান পদ্ধতি প্রতিষ্ঠানে প্রধানত দুই ধরণের শিক্ষাদান পদ্ধতি চালু আছে।
যথা- ১। একাডেমিক কার্যক্রম:
একাডেমিক কার্যক্রম তিন স্তরে পরিচালিত হচ্ছে -
ক। প্রাথমিক স্তর: নার্সারি থেকে পঞ্চম শ্রেণি
খ। মাধ্যমিক স্তর: ষষ্ঠ থেকে দশম শ্রেণি
গ। উচ্চ মাধ্যমিক স্তর: একাদশ থেকে দ্বাদশ শ্রেণি
২। সহশিক্ষা কার্যক্রম: শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উন্নতির সমন্বয় সাধনের নিমিত্তে মোট ১৪টি ক্লাব গঠন করে নিয়মিত কার্যক্রমপরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। ক্লাবগুলো হলো- বিজ্ঞান ক্লাব, গণিত ক্লাব, ফিজিক্স ক্লাব, ইংলিশ ক্লাব, বিতর্ক ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব, স্পোর্টস ক্লাব, স্কাউট ক্লাব, সংগীত ক্লাব, আবৃত্তি ক্লাব, ড্রইং ক্লাব, কুকিং ক্লাব, জিকে ক্লাব। এসকল ক্লাবকার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একাডেমিক পড়াশোনার উন্নতির পাশাপাশি বিভিন্ন মানবীয় গুণাবলী অর্জনেও সক্ষম হচ্ছে।